|
---|
আইয়ুব আলী : বেলগাছিয়ার দত্ত বাগান মিল্ক কলোনির সন্নিকটে পশ্চিমবঙ্গ প্রাণীয় মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পালিত পশু ও পথ কুকুরদের এন্টি রাবিশ ভ্যাকসিন প্রদান করা হয়। উক্ত জায়গা ছাড়াও পাতিপুকুর পাইকপাড়া চত্বরে বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রছাত্রীরা পথ কুকুরদের আন্টি রাবিশ ভ্যাকসিন দিয়ে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, ডা সৌম্য সামন্ত, ইউনিভার্সিটি টিএমসিপি ইউনিটের সহ-সভাপতি ডা সুপ্রদীপ মন্ডল, আব্দুল রাকিব ফাইনাল ইয়ারের আলাউদ্দিন গাজী, টফি মণ্ডল , গাফফারুল বিশ্বাস সহ প্রমুখ ও ছাত্রনেতারা।তারা বলেছেন উৎসাহ পেলে আগামী দিনে কলকাতা শহরের অন্যান্য জায়গা তেও এই কর্মসূচি পালন করবেন।