প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা, খুশি পড়ুয়ারা

আজিজুর রহমান, গলসি : গলসির দয়ালপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় খাদ্য মেলা। এদিন সকাল ১১টায় শুরু হয় এই খাদ্য মেলা। বিভিন্ন ধরনের খাবারের মোট সতেরোটি স্টল করা হয় এই মেলায়। পড়ুয়াদের পাশাপাশি একটি স্টল শিক্ষক-শিক্ষিকারাও করেন। খাবার কিনতে ভিড় জমায় পড়ুয়া, অভিভাবকসহ গ্রামের সাধারণ মানুষেরা। সব থেকে ভালো খাবারের স্টলকে পুরস্কৃত করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য মেলাটি বেশ উৎসাহের সঙ্গে উপভোগ করতে দেখা যায় পড়ুয়াদের। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এবং বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ। এছাড়াও আগামী দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি হস্তশিল্প মেলার আয়োজন করার চিন্তাভাবনা নিয়েছেন। বিদ্যালয়ের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক সহ অনেকেই।