|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।বূধবার ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় রূপনারায়ণ নদের জলোচ্ছ্বাসে প্লাবিত হয় হলদিয়া সুতাহাটা ব্লকের এড়িয়াখালি,ফকিরচক, বৈষ্ণবচক,রূপনারায়ণচক,রাজনগর সহ বেশকয়েকটি গ্রাম।ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।বন্যা দুর্গত এই পরিবারগুলির হাতে শুক্রবার ও শনিবার পানীয় জল,শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ তুলে দেন সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা শাখার সদস্যরা।