উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত

নিজস্ব সংবাদদাতা :কেরলে বর্ষার আগমন ঘটেছে, শুরু হয়েছে বৃষ্টি। আমাদের রাজ্যে বর্ষার অবস্থান স্পষ্ট কবে হবে সেই বিষয়ে জানা যাবে রবিবারের মধ্যে। তবে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে শনিবার এই বৃষ্টিপাত আরো জোরালো হবে। আগামী রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমসহ একাধিক জায়গায়। কিছুদিনের মধ্যেই বর্ষার আগমন ঘটবে উত্তরবঙ্গে। রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশ করছে না তারপর প্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। প্রসঙ্গত দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের গত সপ্তাহখানেক ধরে প্রবল ভাবে তাপমাত্রা পারদ বাড়ছে। সমতল থেকে পাহাড় সব জায়গাতেই পারদ চড়ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে কিছুটা স্বস্তিতে উত্তরবঙ্গের আমজনতা। বৃহস্পতিবার প্রবল গরম ছিল শিলিগুড়ি সহ প্রায় গোটা উত্তরবঙ্গে। দিনের চড়া রোদে রাস্তাঘাট ফাঁকা, সূর্যাস্তের পর গুমোট গরম সবমিলে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। তবে বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টিতে ভিজেছে শিলিগুড়ি। বৃহস্পতিবার গভীর রাতে আকাশ কালো করে এক পশলা বৃষ্টি হয় শহরে। কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটতে চলেছে।