|
---|
সামিম আহমেদ, নতুন গতি,বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান, পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত বিশেষ কর্মসূচী গ্রহণ করা হল।
রবিবার ও ছুটির দিন বাদে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রোজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচী চলবে।
বারইপুর ব্লকের বিভিন্ন রেশন কার্ডের ফরম দেয়া হবে এবং তার প্রস্তুতির জন্য ০৯/০৯/২০১৯ এ বারইপুর বিডিও অফিসে ফরম দেয়া হয় উক্ত ফরম নিতে এক থেকে দেড় হাজার লোক উপস্থিত হন , ব্লক থেকে উপস্থিত ছিলেন APO সাহেব এবং ফুড অফিস থেকে ফুড ইন্সপেক্টর, সহযোগী স্টাফ এবং সমাজসেবী সেলিম লস্কর সহ আরো অনেকে।