|
---|
নিজস্ব প্রতিবেদক: বাঙালি শ্ৰেষ্ঠ উৎসব শারদ উৎসবের এখনো মাস তিনেক বাকি। শিলিগুড়ি সংঘশ্রী ক্লাব খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিলো।
প্রতিবছর শিলিগুড়িতে সংঘশ্রী ক্লাব দুর্গাপূজার অন্যতম আকর্ষণ থাকে। এই বছর সংঘশ্রী ক্লাবের পূজো 56 তম বরষপূর্তি, এবারে আকর্ষণ চক্ষু চড়কগাছ থিম।
এদিন সকালে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো এই ক্লাব। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এবারে থিম পুজো দর্শকদের নজর কাড়বে এ ব্যাপারে তারা আশাবাদী।