|
---|
দুই দিনাজপুর’কে নিয়ে কালিয়াগঞ্জে মমতার সভা নিয়ে চলছে বুধবারের প্রস্তুতি
আজমীর রহমান : আগামী ১০ই ফেব্রুয়ারী বুধবার দুই দিনাজপুর’কে নিয়ে চলছে প্রস্তুতি। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকা’র মাঠে হবে কর্মী সভা। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভায় স্থল চান্দাইল মাঠ খতিয়ে দেখেন রায়গঞ্জ জেলা পুলিশের এসপি সুমিত কুমার ও জেলাশাসক অরবিন্দ কুমার এবং অন্যান্য আধিকারিকরা। এদিকে আবার সভাস্থলে আসতে কর্মীদের কোন রকম অসুবিধা না হয় তার জন্য সভার স্থল পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল ও আরো অন্যান্য নেতৃত্বরা। সভা স্থল থেকে নেতৃবৃন্দরা জানান দক্ষিণ দিনাজপুর কালিয়াগঞ্জ এর এই চান্দাইল মাঠ থেকে মাত্র কয়েক কিমি দূরত্ব থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার শুরু তাই দক্ষিণ দিনাজপুরের নেতা-কর্মীদের সভাস্থলে আস্তে কোন অসুবিধা হবে না। দুপুর ১ টা নাগাদ এই সভা হবে বলে জানা যায়।