সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এমপি কাপ এর সূচনার আগে সরিষা তৃণমূল ভবনে প্রস্তুতি সভা

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- নিজে ২০১৭-য়ে এমপি কাপ শুরু করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে গত ২০২০ সালে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়, তার পরের বছর অর্থাৎ ২০২১ সালে করোনা কিছুটা শিতিশিল থাকার কারণে খেলা হলেও মানুষের মধ্যে তেমনটা উৎসাহ ছিলনা। এবছর প্রায় করোনা মুক্ত তাই আবার ও ধুমধামের সঙ্গে শুরু হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপ্নের এমপি কাপ ফুটবল খেলা। ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রের মোট ১২৮টি দল অংশ নেবেন,খেলা শুরু হবে ১০ই ডিসেম্বর থেকে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দলগুলির হয়ে খেলায় বিশিষ্ট ফুটবলাররাও শামিল হবেন। তারই আগেই ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে সরিষা তৃণমূল ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডা:হা: ২নম্বর ব্লকের সভাপতি অরূমোয় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,বিমলেন্দু বৈদ্য ,মইদুল ইসলাম, শিপ্রা কাঠাল,সেলিম মণ্ডল,অরিন্দম ঘোষ,তামরেজ আলী সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব রা। ১০ই ডিসেম্বর এমপি কাপের শুভ সূচনা হবে ডায়মন্ড হারবার এসডিও মাঠে ঐদিনের ম্যাচ খেলা নিয়ে ফুটবল প্রেমী অনুরাগীদের উন্মাদনার পারদ তুঙ্গে,সে বিষয়ে কোনও সন্দেহ নেই।