|
---|
দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আগে প্রস্তুতি সভা
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় আগামী রবিবার ৫ই মার্চ মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তগর্ত শ্রীচন্দা অঞ্চলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচী অনুষ্ঠিত হইবে। তারই আগে আজ প্রস্তুতি হিসাবে শ্রীচন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ এক সভার আয়োজন করা হয়। উক্ত সভাতে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক১ যুব তৃণমূলের কার্যকারী সভাপতি নাজমূল হাসান দপ্তরী সহ অঞ্চল প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ ব্লক ও অঞ্চলের সকল নেতৃত্বগন।