উত্তর কুসুম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘলার মোড়ে ২১জুলাই শহীদ দিবস স্মরণে প্রস্তুতি সভা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্র উত্তর কুসুম অঞ্চল তৃণমূল কংগ্রেস উদ্যোগে ২১ জুলাই শহীদ স্মরণে ” ধর্ম্মতলা চলো ” আহ্বানে ঘোলার মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পূর্কাইত, মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লকের যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী,উত্তর কুসুম অঞ্চলের সভাপতি এহসানুল মোল্লা, স্থানীয় তৃণমূলের সৈনিক হাফিজুল মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন। দলমত নির্বিশেষে সকল গনতন্ত্র প্রেমী মানুষদের দলেদলে ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগদানের আহ্বান জানান। জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত সহ সভার অন্যান্য বক্তরাও তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহীদ দিবসের গুরুত্ব বিস্তারিত ভাবে জানান ও ধর্ম্মতলার সমাবেশ সফল্যমন্ডিত করার ডাক দেন।