ভারতীয় জাদুঘরে দুর্লভ প্রদর্শনী

কলকাতা: ১৮ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস। এই দিবস উপলক্ষে বিনামূল্যে দুষ্প্রাপ্য প্রদর্শনের আয়োজন করেছে ভারতীয় যাদুঘর।

    ১৮ই মে থেকে তিন দিন ধরে বেশ কিছু দুর্লভ প্রত্নতাত্ত্বিক সামগ্রী দেখার সুযোগ মিলেছে যাদুঘরে।

    সম্রাট শাহজাহানের চুনি – পান্না খচিত সুরাপাত্র, পান্নার আংটি, সম্রাট আকবরের আমলের মুদ্রা প্রভৃতি ৫১ টি প্রদর্শন সামগ্রী দেখানো হচ্ছে।

    ২০ ই মে পর্যন্ত সকাল ১১ টা থেকে বিনামূল্যে দর্শকরা এই সমস্ত দেখতে পারেন। যাদুঘর সূত্রের খবর পরেও বাড়ানো যেতে পারে প্রদর্শনের দিন।