|
---|
এনটিপিসি ফারাক্কার তরফ থেকে সাংবাদিক সম্মেলন
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, ফারাক্কা: ১১ই জুন এনটিপিসি ফারাক্কার তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আরএলআই প্রাঙ্গণে জেম ২০২৪এর অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়। উপস্থিত ছিলেন নিভা পান্ডা (সভাপতি উদিতা লেডিস ক্লাব), শ্রী উমেশ পারেক (এজিএম আরএলআই) এবং শ্রী অলোক কুমার রণবীর (এইচওএইচআর ফারাক্কা)। পাশাপাশি জেম ২০২৩এর হাইলাইটগুলির উপর একটি চলচ্চিত্র দেখানো হয়৷
এরপর প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে, এইচওএইচআর ফারাক্কা মিডিয়াকে স্বাগত জানান এবং শ্রী আমোদ কুমার সিং ফারাক্কা পাওয়ারপ্ল্যান্টের উপর একটি উপস্থাপনা দেখান। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা শ্রী রমাকান্ত পান্ডা (এইচওপি ফারাক্কা), শ্রী একে পাত্র (জিএম ওঅ্যান্ডএম), শ্রী সতীশ এস (জিএম বিই অ্যান্ড ইএমজি), শ্রী দেবব্রত কর (জিএম রক্ষণাবেক্ষণ); শ্রী শশী চন্দ্র (জিএম এফএম); শ্রী অলোক কুমার রণবীর (এইচওএইচআর) এবং অন্যান্য এইচওডিদের প্রশ্ন করেন।
শেষে এইচওপি ফারাক্কা স্থানীয় সম্প্রদায়ের কাছে এনটিপিসি ফারাক্কার এমন অভিনব উদ্যোগ তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।