|
---|
মুর্শিদাবাদ: বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে রবিবারের দিন সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
এদিন সাংবাদিক বৈঠক করে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে বলেন সিবিআইকে ম্যানেজ করতে দিদি বাংলা থেকে ছুটে মোদির সঙ্গে দেখা করতে দিল্লি গেছিলো সবই গট-আপ গেম। পাশাপাশি রামপুরহাট কাণ্ড নিয়ে এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন কত জনের মৃত্যু হয়েছে তার সংখ্যা এখনো জানা নেই পূর্ণাঙ্গ তদন্ত হলে আরো যে কত মৃত্যুর সংখ্যা বাড়বে তা ভগবানই বলতে পারে সরকার যদি ঠিক সময়ে ব্যবস্থা নিতে তাহলে অনেক মৃত্যুর সংখ্যা কমত। রবিবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় এর সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে বারংবার কাঠ গড়ায় তুললেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ প্রসঙ্গে এদিন তিনি কটাক্ষ করে বলেন যেদিন থেকে মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে তিনি এরোপ্লেন ছাড়ছেন না। সব মিলিয়ে রবিবারের সাংবাদিক বৈঠকে বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একাধিক বিষয়ে দুষলেন অধীর বাবু।