| |
|---|
শিলিগুড়ি: আসন্ন শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিজেপি শিলিগুড়ি জেলা সাংগঠনিক কার্যালয়ে সাংবাদিক বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি শ্রী দিলীপ ঘোষ এবং পশ্চিম বাংলার সভাপতি তথা বালুরঘাট লোকসভা ক্ষেত্রের মাননীয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদার, সর্বভারতীয় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা দার্জিলিং লোকসভা ক্ষেত্রের মাননীয় সাংসদ শ্রী রাজু বিসতা, মাটিগাড়া – নক্সালবাড়ি বিধায়ক তথা বিজেপি শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি শ্র বিজেপি রাজ্য সহ সভাপতি রথিন বোস এবং ডাবগ্রাম – ফুলবাড়ি বিধায়িকা শ্রীমতি শিখা চ্যাটার্জী। এই সাংবাদিক দের সামনে ডাকা বৈঠকে দিলীপ ঘোষ জানান আমাদের লক্ষ্য শিলিগুড়িকে এক নতুন শহর হিসাবে তুলে ধরা। এছারাও সুকান্ত মজুমদার জানান তারা গোটা শিলিগুড়ির মানুষের কাছে শুধুমাত্র বিজেপীকে ভোট দেবার অনুরোধ জানাবেন যাতে মানুষ আগামীদিনে উন্নত পরিসেবা পান।


