শিলিগুড়িতে দাম বাড়ছে মাছের, চিন্তায় খাদ্যরসিকেরা

শিলিগুড়ি: শিলিগুড়িতে ছোট বড় সব ধরনের মাছের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছেন খাদ্যরসিক মানুষেরা।শিলিগুড়ির সবকটি বাজারেই বাড়ছে মাছের দাম,ছোট মাছ তিরিশ টাকা,এবং বড় মাছের দাম বেড়েছে পঞ্চাশ থেকে আশি টাকা।

    শিলিগুড়ির বিধান মার্কেট,হায়দারপাড়া এবং সুভাষপল্লী সব জায়গাতেই আগুন দাম বেড়েছে মাছের।কিনতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছেন খদ্দেরেরা।মাছ ব্যাবসায়ীরা জানাচ্ছেন বিহার এবং অন্ধ্র থেকে আসা মাছের দাম বাড়বার কারনই হল যাতায়াতের খরচ।এত দাম বেড়েছে জিনিসের যে সাধারন মানুষের মধ্যে হাহাকার পড়ে যায়।শিলিগুড়ি থেকে মাছ রপ্তানি হয় পাহাড় এবং অন্যান্য জায়গাতে।সেখানেও আরো দ্বিগুন দামে বিক্রি হচ্ছে মাছ,যার প্রভাবগুলি পড়ছে হোটেলগুলির উপরে।যে সব বাঙালি হোটেল মাছ ছাড়া একেবারেই চলতে পারে না সমস্যা তাদেরই বেড়েছে বেশী। গোটা উত্তরবঙ্গ জুড়ে মাছের আগুন দাম হওয়ায় তার প্রভাব পড়েছে বাঙালির পাতে। আগামীদিনে মাছের দাম আরো বাড়বে বলে মনে করছেন মাছের ব্যাবসায়ীরা।