|
---|
দেবজিৎ মুখার্জি: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলছেনা আম জনতার। ১২ দিনের মাথায় আবার বাড়লো রান্না গ্যাসের দাম।
বুধবার গভীর রাত থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছে আরও ৩ টাকা। ফলে কলকাতায় এখন দাম ১০২৯ টাকা, দিল্লিতে ১০০৩ টাকা এবং চেন্নাইতে ১০২৯ টাকা।
এর সাথে ৮ টাকা বাড়লো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরও মূল্যও। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ২৪৫৪ টাকা, মুম্বাইয়ে ২৩০৬ টাকা এবং দিল্লিতে ২৩৫৪ টাকা।