|
---|
মালদা, ২৬ নভেম্বর: এক বয়স্ক বৃদ্ধা ভিখারিকে মারধর করার অভিযোগ উঠলো মালদা শহরের মনস্কামনা মন্দিরের এক পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইংরেজবাজার থানার মনস্কামনা মন্দির এলাকায় । জানা যায় আহত ওই বৃদ্ধার নাম মনিবালা হালদার (৭০)। তার বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী সারোদা কলোনি এলাকায় ।
মালদা মেডিকেল কলেজ চিকিৎসাধীন ওই বৃদ্ধা জানিয়েছেন , এদিন সকালে মালদা শহরের মনস্কামনা মন্দির সামনে ভিক্ষা করছিলেন। তখন নাকি ওই বৃদ্ধা অন্য এক ভক্তকে বৃদ্ধাকে পয়সা না দেওয়ায় ভক্তকে গালিগালাজ করছিল বৃদ্ধা বলে অভিযোগ। এরপরে ওই মন্দিরের পুরোহিত তা সহ্য করতে না পেরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ । তার মারে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বৃদ্ধা । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন । বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।