প্রধানমন্ত্রীর ভাতা পেয়ে সংসার চলে না তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

নতুন গতি ওয়েব ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যে বেতন-ভাতা পান, তা দিয়ে তাঁর সংসার চলছে না। তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বেতন বছরে দেড় লক্ষ পাউন্ডেরও বেশি। যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪৩ লক্ষ ৩৬ হাজার ৫৭০ টাকা। তবুও সংসার চলছে না বরিসের। তবে করোনা এবং ব্রেক্সিটের কারণে এখনি পদত্যাগ নয়, আরও মাস ছয়েক থাকতে চান তিনি।

     

    তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন মিডিয়ায় লেখালিখি করে বছরে গড়ে পৌনে তিনলক্ষ পাউন্ডেরও বেশি এবং বিভিন্ন সেমিনারে বক্তব্য দিয়ে আরও দেড় লক্ষাধিক পাউন্ড উপার্জন হত তাঁর। সমস্যা হল, তাঁর প্রাক্তন স্ত্রীর খোরপোস সহ আগের ৬ সন্তানের লেখাপড়া ও আনুষঙ্গিক খরচ ছাড়াও দ্বিতীয় স্ত্রী সাইমন্ড ক্যারি ও তাঁর শিশু সন্তানের খরচ বিপুল। সব মিলিয়ে দুটো সংসার, দুই স্ত্রী এবং ৭ সন্তানের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন বরিস জনসন।