নেহেরুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:  ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন আজ, এই বিশেষ দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। প্রতিবছর ১৪ই নভেম্বর গোটা দেশে শিশু দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

     

     

    গোটা দেশে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন ঘটা করে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য রাজনৈতিক নেতারাও জহরলাল নেহেরুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।