উচ্চ-মাধ্যমিকে চতুর্থ কেশপুরের প্রীতম মিদ্যার ইচ্ছা চিকিৎসক হওয়া

সংবাদদাতা, মেদিনীপুর…এবারে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছে পশ্চিম মেদিনীপুর জেলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যাভবন।এই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র স্থান করে নিয়েছেন মেধা তালিকায়। এর মধ্যে এই স্কুলের ছাত্র কেশপুর গোলাগেড়িয়া গ্রামের বাসিন্দা প্রীতম মিদ্যা ৪৯৫ নম্বর পেয়ে রাজ্য চতুর্থ স্থান দখল করে নিয়েছেন। প্রীতমের বাবা পার্থজিৎ মিদ্যার ছোট একটি দোকান রয়েছে।মা ঝুমুর মিদ্য একজন গৃহবধূ। প্রীতমের এই রেজাল্টে খুশি তাঁর পরিবার পরিজনেরা,পাড়া প্রতিবেশীরা।প্রীতম ভলিবল ও ক্রিকেট খেলতে ভালোবাসে। প্রীতম এখনও ঠিক করে উঠতে পারেনি ভবিষ্যতে কী নিয়ে পড়বে।তবে ইচ্ছে রয়েছে চিকিৎসক হবার।