|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভার উপনির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। কংগ্রেস ভোটে না লড়ায়, আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম।
শনিবার, ভোটের রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠক বসে হেস্টিংসে রাজ্য বিজেপির দফতরে। বৈঠকে ছিলেন অর্জুন সিংহ, জ্যোতির্ময় মাহাতো, সঞ্জয় সিং, সৌমিত্র খাঁ। প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিয়ে বৈঠক করেন নেতারা।
সূত্রের খবর, এদিন বিজেপির রণকৌশল নির্ধারণের বৈঠকে ঠিক হয়, প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট হবেন বিজেপি নেতা সজল ঘোষ।
বৈঠকে আরও ঠিক হয়, ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই। বৈঠক থেকে বেরিয়ে তেমনটাই জানালেন দলের অন্যতম নির্বাচনী পর্যবেক্ষক সঞ্জয় সিংহ।
তিনি যোগ করেন, তারকা প্রচারক হিসেবে বাবুল সুপ্রিয়র নাম থাকতে পারত। তিনি যেহেতু পশ্চিমবঙ্গের লোক তাই তাঁকে বলা হয়েছিল। তবে ওনার অসুবিধার কারণে উনি আসতে পারবেন না।
অর্জুন সিংহ বলেন, আমার মনে হয় না এই প্রচারের জন্য অমিত শাহজি বা প্রধানমন্ত্রীকে আনার দরকার আছে। আমরাই যথেষ্ট। (মমতা) একবার হেরেছেন, আবারও হারাব।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে ভোটের পরিবেশ কিন্তু নেই। ভোটের পর থেকে পঞ্চাশের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। আমরা ভয় পাচ্ছি যে, আমাদের নেতৃত্ব প্রচারে গেলে ভবানীপুরে হিংসার শিকার হবে না তো? প্রার্থী ওখানে প্রচার করতে পারবেন তো? হোডিং ব্যানার লাগাতে পারব তো? আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছনোর।
বিধানসভা ভোটের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি। সূত্রের খবর, সেই ওয়ার্ডগুলিতে প্রচারে জোর দেওয়া হবে। বুথ পিছু দু’জন করে এজেন্ট ঠিক করা হবে।
এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। হেস্টিংসে বিজেপির অফিসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে আসনে বিজেপির আইনজীবী প্রার্থী। সঙ্গে ছিলেন গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।
প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, এবার আমার মানবিকতা রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য এই লড়াই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, মানবতা বাঁচানোর জন্য আমাকে ভোট দিন। অসুবিধা তো কিছু নেই আমি ওনার কাছে গিয়ে ভোট চাইব।
এদিন সকালে হেস্টিংসে যাওয়ার আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বাড়িতে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বেরিয়ে বিজেপি প্রার্থী বলেন, তথাগত রায় আমাকে বলেছেন, লড়াই করে চলো এবং বিজয়ী হও। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যেন মা কালীর আশীর্বাদ তোমার উপর থাকে।
তথাগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন বলে তো একটা উপনির্বাচন হচ্ছে। তাইতো উপনির্বাচন হচ্ছে। একবার যিনি হেরে গিয়েছেন তিনি আবারও হারতে পারেন।