|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: দূষণমুক্ত, সুন্দর ও স্বচ্ছ পরিবেশ রাখতে বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে গত একমাস ব্যাপী নানান সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন পরিবেশের ভাবনাকে সামনে রেখে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার স্থানীয় পৌরসভার পক্ষ থেকে অঙ্কনে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য অঙ্কন প্রতিযোগিতায় দুবরাজপুর পৌর এলাকার ৩০০ জন ছাত্রছাত্রী তিনটি বিভাগে বিভক্ত হয়ে অংশ গ্রহন করে।প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও অঙ্কনে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ও পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল, প্রিয়াঙ্কা দাস, বুল্টি চক্রবর্তী সহ পৌরসভার কর্মীরা।