|
---|
সেখ সামসুদ্দিন, ১৩ সেপ্টেম্বর : আমেরিকার লসভেগাসে কর্মরত প্রবাসী বাঙালি চিকিৎসক তথা মেমারির সুসন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ- এর আর্থিক আনুকূল্যে সাংবাদিক সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে ৬ মাসের জন্য প্রোটিন যুক্ত খাদ্য দেওয়ার দায়িত্ব নেওয়া হয়। আজ মেমারি হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন অধিকর্তা করনের সামনে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে দ্বিতীয় মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন মেমারি হাসপাতালের মেমারি ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, যক্ষ্মা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জী, মেমারি হাসপাতালের বড়বাবু তথা হেড ক্লার্ক সৌমিত্র গাঙ্গুলী, সাংবাদিক সেখ সামসুদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির উদ্যোগে ৫ জন যক্ষ্মা রোগীর খাবার, রোগীদের বিশুদ্ধ পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ড ও অক্ষম রোগীদের স্থানান্তরের জন্য হুইল চেয়ার প্রদান করা হয়। নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সেখ কামাল, সহিদুল ইসলাম, মোস্তফা কামাল মল্লিক, সেখ রমজান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনে উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রবাসী চিকিৎসকের এইভাবে মানবসেবার কাজের জন্য ভুয়সী প্রশংসা করেন। কর্মাধ্যক্ষ বলেন ডাঃ বুদ্ধদেব দাঁ সমাজের একজন দৃষ্টান্ত, প্রমাণ করে মানবিকতা, মাতৃভূমি দেশ তথা এলাকার অসহায় মানুষের প্রতি তার কর্তব্যবোধ। আগামী দিনে তাকে দেখে আরও মানুষ হয়তো এগিয়ে আসবেন ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এই কাজে অনুপ্রাণিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন।