|
---|
সংবাদদাতা : উদয়ণারায়নপুর ও আমতা দুই নম্বর ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ ও বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া জেলার উদয়ণারায়নপুর ব্লক ও আমতা দুই নম্বর ব্লকের দামোদর নদের পশ্চিম তীরে বদ্বীপ অঞ্চল ভাটোরা, ঘোড়া বেড়িয়া চিৎনান সম্পূর্ন বিদ্ধস্ত বিপর্যস্ত জনজীবন। যোগাযোগ ও নদ-নদী পথে বাঁশের সাঁকো ও নৌকায় যাতায়াত দূরসম্পর্কে পড়েছে। এলাকার ও পানিয় জলকল অধিকাংশ জলের তলায়, টাইম কলের জল পরিসেবা ও বিপর্যস্ত। বিদ্যুৎ পরিসেবা ও বিপর্যস্ত হচ্ছে ক্রমশঃ। গ্রামীণ এলাকার মেঠ, ইঁটের,ঢালাই, পাকাপোক্ত পথ অধিকাংশ জলের তলায়। পুকুর,মাঠ ঘাট, চাষের জমি, এক,ঢেড় মানুষ সমান,স্মশান, কবরস্থান অধিকাংশ জলের তলায়। এলাকাগুলো দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যা আম্বিয়া বেগম বলেন জনসাধারণের জন্য যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েদেন ত্রাণ ও পুনর্বাসন জন্য। সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথেই বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসে এলাকার হাজার হাজার দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যদের পাশে থাকার আহ্বান।