|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়ে কাটোয়া প্রচেষ্টা সেচ্ছাসেবী সংগঠন পা রাখলো বীরভূম জেলার নানুর গ্ৰামে। কাটোয়া প্রচেষ্টা সেচ্ছাসেবী সংগঠনের ফের মানবিক রুপ দেখা গেল। বীরভূম জেলার নানুর গ্ৰামে বাড়ি রিয়াজ সেখ। ছোট থেকে রিয়াজ সেখ প্রতিবন্ধী। শনিবার কাটোয়া প্রচেষ্টা সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নানুর গ্ৰামে গিয়ে রিয়াজ সেখের হাতে হুইলচেয়ার তুলে দেয়। কাটোয়া প্রচেষ্টা সেচ্ছাসেবী সংগঠনের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।