চলতি লকডাউন এবং রমজান মাসে ৫০০ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো সমাজসেবী সংগঠন প্রচেষ্ঠা

নতুন গতি নিউজ ডেস্ক: প্রায় তিন মাস ধরে চলছে লকডাউন আতঙ্ক গ্রাস করেছে গোটা পৃথিবী তার আজ লেগেছে এই দেশেও বাদ যায়নি আমাদের শহর কলকাতা। বহু স্বেচ্ছাসেবী সংস্থা তারা এই দুর্যোগের মুহূর্তে এই মহামারী সময় ঝাঁপিয়ে পড়েছেন মানুষের সেবায় দরিদ্র মানুষকে দু’মুঠো খাবার দেওয়ার জন্য।

    দীর্ঘ তিন এবং এই রমজান মাসে দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল সমাজসেবী সংস্থা প্রচেষ্টা। প্রায় 500 দরিদ্র পরিবারকে তারা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। তাদের এই প্রক্রিয়া এখনো চালু আছে তারা আগামী দিনে আরও এই কাজ চালিয়ে যাবেন বলে কর্মীরা জানান। প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া হয় এক কেজি করে 1 কেজি ছোলা 1 কেজি চিনি 1 কেজি ডাল 1 কেজি বেসন 1 কেজি রিফাইন তেল এবং বারোটি করে কলা ।

    এই সমাজ সেবী সংস্থা প্রচেষ্টার কর্ণধার কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম সাহেব জানান “তারা দীর্ঘ তিন মাস ধরে দরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে চলেছেন এর আগেও তারা বহু দুর্যোগ এবং বিপর্যয়ের সময় শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকায় এবং গ্রামাঞ্চলের বহু জায়গায় তারা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে গরিব দরিদ্র মানুষদের হাতে, এছাড়া বিভিন্ন মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি সারা বছর ধরে চলতে থাকে এই স্বেচ্ছাসেবী সমাজসেবী প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে।”

    আগামী দিনে তারা আগামী দিনেও গরিব দরিদ্র মানুষগুলোর পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং যে কোন বিপর্যয় তারা গরিব দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তৈরি বলে জানায় সংগঠনের কর্মীরা।