|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি র জেরার পর গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসকে একযোগে আক্রমন করে জেলাজুড়ে রাস্তায় নেমেছে বামফ্রণ্ট। বীরভূমের বিভিন্ন জায়গায় বামফ্রণ্টের পক্ষ থেকে -“চোর ধরো, জেল ভরো”- কর্মসূচিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। সেই হিসেবে রবিবার দুবরাজপুর শহরে বামফ্রণ্টের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলটি স্থানীয় দুবরাজপুর বাজার সহ শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। পরিক্রমা শেষে দুবরাজপুর থানার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন বামফ্রন্টের পক্ষ থেকে দাবী তোলা হয়,প্রাপ্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি কে শুধু গ্রেপ্তার নয়, যাঁরা এই দুর্নীতির সাথে যুক্ত তাঁদের সকলকে গ্রেপ্তার করতে হবে। এদিন বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী, বামফ্রন্টের নেতা সাধন ঘোষ, আলাউদ্দিন খান, পল্টু বাগদী সহ অন্যান্য নেতৃত্বগন।