|
---|
সংবাদদাতা : প্রজাতন্ত্র দিবস পালন হুগলি জেলার খানাকুল থানার ঘোষপুর অঞ্চলের, বিভিন্ন জায়গায় ঘোষপুর হাটতলা, বারাসাত, রামপ্রসাদ,হেদোর পাড় ও ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে পতাকা উত্তোলন করা হলো! ২৬ শে জানুয়ারি ৭৪ তম, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে,
এই পতাকা উত্তোলন করলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেখ হায়দার আলী।
রামপ্রসাদ ফাঁড়ির ইনচার্জ বাসু বাবু , এছাড়া আমাদের সমস্ত সদস্য, দলীয় কর্মী ও নেতৃত্ববৃন্দ’রা