|
---|
সেখ সামসুদ্দিন,২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের দিন জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা উভয়ের জন্য পৃথক ব্যবস্থা ছিল। পুরুষদের জন্য ছিল ৫ কিমি দৌড় সারাংপুর বটতলা থেকে নেতাজি মাঠ পর্যন্ত এবং মেয়েদের জন্য ৩ কিমি সেলিমাবাদ হাই স্কুল থেকে নেতাজি মাঠ পর্যন্ত। এই দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পুর্তের কর্মাধক্ষ্য মেহেমুদ খান। তিনি বলেন খেলা বা স্পোর্টস এমন একটা জিনিস যাতে শরীর ও মন দুটোই ভালো থাকে। অংশ গ্রহণকারী সকলকেই সান্ত্বনা পুরষ্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। ক্লাবের পক্ষ থেকে সভাপতি কাজী আসগর আলী, সম্পাদক শুভেন্দু কুমার পাল ও সহ সভাপতি ত্রম্বক সেনগুপ্ত উপস্থিত ছিলেন।