প্রকাশিত হল ‘বঙ্গীয় আরবী সাহিত্য কন্ঠ’ পত্রিকা

 

    নতুন গতি,কালিয়াচক : আরবী সাহিত্যের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রকাশিত হল ‘বঙ্গীয় আরবী সাহিত্য কন্ঠ’ পত্রিকা। বাঙালি ছাত্র-ছাত্রীদের মধ্যে আরবী শেখা ও সেটিকে পেশা হিসেবে গ্রহণ করা দীর্ঘদিন থেকে৷ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগ থাকলেও আরবী সাহিত্যের তেমন কাগজ ছিলোনা। যদিও কিছু কাগজ বের হয়ে আবার হারিয়ে গেছে। সেই অভাব ঘোচাতে শিক্ষক ড. মুহাম্মদ আকবর আলি বিশ্বাস সম্পাদনায় একটি পূর্নাঙ্গ পত্রিকা যা বাঙালির ছাত্র-ছাত্রীদের মধ্যে আরবী ভাষা চর্চায় উৎসাহ যোগাতে সক্ষম হবে।

    পত্রিকা প্রকাশের এমনই মহৎই আয়োজনে উপস্থিত ছিলেন মুফতি খলিলুর রহমান, হাসিম আব্দুল হালিম, মো. সায়েম আলি, সাইফুল ইসলাম, সালাম বাংলা পত্রিকা সম্পাদক নাসিমুল হক নাসিম প্রমুখ।

    পত্রিকা সম্পাদক আকবর আলি বিশ্বাস মহাশয় বলেন বাঙালি ছাত্র-ছাত্রীদের মধ্যে চর্চার যে অভাব এতদিন ছিলো তা কিছুটা হলেও পূর্ণ হবে। এদিন আরবী সাহিত্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ করা যায়।