প্রকাশিত হল সাম্পান পত্রিকা ও তানবির কাজির বিষাদবিন্দু

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: গতকাল ৮ নভেম্বর, ২০২৪, শুক্রবার ডোমকল গার্লস কলেজের অডিটরিয়ামে প্রকাশিত হল ‘সাম্পান’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা ও পালক পাবলিশার্স থেকে প্রকাশিত তানবির কাজির গল্পগ্রন্থ ‘বিষাদবিন্দু’। উপস্থিত ছিলেন কথা–সাহিত্যিক আনসারউদ্দিন, চলচ্চিত্র পরিচালক সুব্রত ঘোষ, কথা–সাহিত্যিক সামশুল আলম ও কবি এম নাজিম। সবাই সভাপতিত্ব করেন প্রাবন্ধিক বাইজিদ হোসেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন এস হজরত আলি, উর্বরমন পত্রিকার সম্পাদক রেজাউল করিম, গল্পকার কালাম শেখ, কবি ইলবাস আলি, খোদাবক্স মণ্ডল, শুকদেব পাল, মীর মাসুদুল হক প্রমুখ কবি–সাহিত্যিক। কবিতা আবৃত্তি করে শিশুশিল্পী আনান বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক বিভাস বিশ্বাস তার স্বাগত ভাষণে উৎসব সংখ্যা প্রকাশের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন। আনসারউদ্দিন তাঁর বক্তব্যে ছোটগল্পের বিবর্তন সম্পর্কে আলোচনা করেন। প্রথমবার মুর্শিদাবাদের এসে আপ্লুত চলচ্চিত্র পরিচালক সুব্রত ঘোষ। সম্পাদক বিভাস বিশ্বাস তানবির কাজি তার বিষাদবিন্দু’র গল্পগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গল্পকার রাশিদুল বিশ্বাস।