প্রমিলা দেবীর মৃত্যু দিবস পালন কবিতীর্থ চুরুলিয়ায়।

লুতুব আলি, নতুন গতি : প্রমিলা দেবীর মৃত্যু দিবস পালন কবিতীর্থ চুরুলিয়ায়। কাজী নজরুল ইসলামের সহধর্মিনী প্রমিলা দেবীর ৬২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয় কবিতীর্থ চুরুলিয়ায়। উদ্যোক্তা দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। কাজী নজরুল ইসলামের নাতনি তথা বিশিষ্ট সংগীত শিল্পী ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালি কাজী প্রমিলা দেবীর মৃত্যুবার্ষিকীর স্মরণে অনুষ্ঠান করেন। চুরুলিয়ায় প্রমিলাদেবীর সমাধিস্থলে পুষ্প প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের উত্তরসূরী বর্ষীয়ান রেজাউল করিম, বেলুড় মঠের শ্রী রতন মহারাজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক বিশ্বজিৎ সাহা, ডা: কোহিনুর কাজী প্রমুখ। প্রমিলাদেবীর স্মরণে দুজন মহীয়সী নারীকে নারী সম্মানে ভূষিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রমিলা সেনগুপ্ত অবিভক্ত ভারতে বাংলাদেশের মানিকগঞ্জে ১৯০৮ সালের ১০ই মে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৬২ সালের ৩০ জুন প্রমিলাদেবীর অকাল প্রয়াণ ঘটে। দোলনচাঁপা কাব্যগ্রন্থের নায়িকা প্রমিলাদেবী কাজী নজরুল ইসলামের কাছে প্রেরণার প্রতীক ছিলেন। অসুস্থ নজরুল প্রমিলা দেবীর অকাল প্রয়াণ হওয়ায় আর ও মুষড়ে পড়েন। এর ফলে নজরুলের বর্ণময় জীবনে ঘন কালো মেঘের সঞ্চারে একাকার হয়ে যায়! কাজী নজরুল ইসলামের উত্তরসূরী সোনালি কাজী দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন গড়ে কাজী নজরুল ইসলামের দর্শনকে নজরুল প্রেমিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার নিরবচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।