রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি “নাসির শেখ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন

আব্দুস সামাদ, নতুন গতি, জঙ্গিপুর: ২০২১ বিধানসভা নির্বাচন এই নির্বাচন দ্বিতীয় দফা ইতিমধ্যে শেষ হয়েছে। বাংলায় নির্বাচন ৮দফায়। এই নির্বাচন কে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা করছে শাসক অফিসে। আজ রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি নাসির শেখ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করবেন জঙ্গিপুর মহাকুমা অফিসে। নাসির শেখ তৃণমূলের টিকিটে 15 নম্বর জেলা পরিষদ মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এবং 2017 সালে তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় আখরুজ্জামান কে। তারপর এই নাসির শেখ সহ বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

     

    রঘুনাথগঞ্জ বিধানসভার জনসাধারণের আশা ছিল রঘুনাথগঞ্জ বিধানসভায় উন্নয়নে নিরিখে,গরিবের বন্ধু হিসেবে এই ব্যক্তিকে বিধানসভার বিধায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তূ জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয় আবুল কাশেম বিশ্বাসকে। তারপরে কংগ্রেসের কর্মী এবং তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা, এবং রঘুনাথগঞ্জ অনুগামী সর্মথকরা উনাকে নাসির শেখ কে নির্দল প্রার্থী হিসাবে ভোটের লড়াই করার জন্য আহ্বান করেন। এবং তিনার অনুগামী এবং সমর্থকদের আহবানে তিনি রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা নির্দল প্রার্থী হিসেবে আজ মহকুমা শাসক অফিসে মনোনয়ন পত্র জমা করার উদ্দোষে সকলের দুয়া এবং আশীর্বাদ নিতে নিতে বাবা সহ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে কনভয়ে করে রওনা দিলেন।