|
---|
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষক মনিরুজ্জামান শোকের ছায়া উত্তরলক্ষীপুরে
নতুন গতি, মোথাবাড়ি : মোথাবাড়ি নতুন চক্রের যুগলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা উত্তরলক্ষীপুরের শুকর্দি টোলা গ্রামের মোহা: মনিরুজ্জামান ( ৫৪) প্রয়াত হলেন। হটাৎ হার্ট এটাক গুরুতর অসুস্থ হন। ভর্তি হন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউতে চিকিৎসান্তে বুধবার বিকেলে মৃত্যু হয়। উত্তরলক্ষীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এনামূল হকের ভাই মনিরুজ্জামান। মনি হোমিও চিকিৎক, বিভিন্ন সমাজসেবা ও সামাজিক কাজে যুক্ত ছিলেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেন একজন আদর্শ শিক্ষক ও বহু গুনের অধিকারীকে হারালাম। অপূরনীয় ক্ষতি হল । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।