|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: দিন দিন মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহারে বাড়ছে পরিবেশ দূষণ। ড্রেন, রাস্তা সহ বিভিন্ন স্থানে প্লাস্টিক জমে জমে জল জমার মতো সমস্যা দেখা দিচ্ছে ।সেই পরিপ্রেক্ষিতে প্লাস্টিকের ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। প্লাস্টিক দূষণ রুখতে রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বুধবার দুবরাজপুর শহরের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের অবগত করা হয় যে ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। সে বিষয়ে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাজার এলাকায় সাধারন মানুষকেও সচেতন করা হয়। এদিন সচেতনতা প্রচার অভিযানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার ভাস্কর রুজ, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে, মানিক মুখার্জী, সাগর কুন্ডু সহ পৌরসভার কর্মীরা। আজকের অভিযান সম্পর্কে পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, পৌরসভার পক্ষ থেকে বুধবার দুবরাজপুর বাজারে সকল ব্যবসায়ীদের জানালাম ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। তাঁরাও আমাদের সাথে সহমত পোষণ করেন। পাশাপাশি পৌরসভা আগামী শনিবার থেকে বাজার এলাকায় অভিযানে নামবে,যদি দেখা যায় ক্রেতা বা বিক্রেতার কাছে ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ তাহলে উভয়ের জরিমানা ধার্য করা হবে।