|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : হুগলি জেলার প্রশাসনের মহিলা উইনার্স টিম বৃষ্টিকে উপেক্ষা করে নবাবপুর অঞ্চলের পাড়ায় পাড়ায় টহল দিলেন। সাথে ছিলেন চন্ডীতলা থানার অফিসারগণ। প্রসঙ্গত প্রশাসনের মহিলা উইনার্স টিমের অফিসার পাড়ায় পাড়ায় বয়স্ক থেকে ছাত্রীদের সাথে কথা বলেছেন তাদের সুবিধা অসুবিধা জানতে চাইলেন টেলিফোন নাম্বারও দিলেন বললেন প্রয়োজনে সরাসরি ফোন করবেন আপনাদের সাথে মহিলা উইনারস টিম সদা সর্বদা প্রস্তুত রয়েছে। এই প্রসঙ্গে মা-বোনেদের এবং ছাত্রীদের জিজ্ঞাসা করা হলে তারা ভীষণ আপ্লুত।