কৃষকসভার পক্ষ থেকে মিছিল ও পথ অবরোধ, দুবরাজপুরে

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের দুবরাজপুর শহর এলাকায় বাম সংগঠন সারা ভারত কৃষকসভা ও ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবির প্রেক্ষিতে রবিবার স্থানীয় শহর এলাকা ব্যাপী একটি মিছিল সংগঠিত হয়। সেই সাথে দুবরাজপুর কামারশাল মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ কর্মসূচি ও পালিত হয়। মিছিল ও পর অবরোধ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বামফ্রণ্টের জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, সিপিআইএম নেতা আলাউদ্দিন খান, বামফ্রণ্টের দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগদী সহ অন্যান্য নেতৃত্ব।

    আজকের কর্মসূচি সম্পর্কে দুবরাজপুর বাম সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগ্দী জানান, রাজ্যে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে এবং এস.এস.সি দুর্নীতি কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্ৰেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এই কর্মসূচি।পাশাপাশি দেশ ও রাজ্য যেভাবে লুঠ হচ্ছে এবং দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে তার ও প্রতিবাদ স্বরূপ প্রতিকি হিসেবে কিছুক্ষণ পথ অবরোধ করা হয়। জনসাধারণ আজকের দাবি দাওয়ার প্রেক্ষিতে এই অবরোধকে সমর্থন জানান। এছাড়াও বর্তমান পরিস্থিতি অনুসারে এবছর বর্ষাতে কৃষি কাজ একেবারে হয়নি, যার জন্য রাজ্য সরকারকে খরা ঘোষনা করে চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলছি।