শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরন , গনতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এক প্রতিবাদ বিক্ষোভ কর্রসূচি তৃনমূলের মালদার অতুল মার্কেটে

নিজস্ব সংবাদদাতা , মালদা:

    ৯ ফেব্রুয়ারি-‌রাজ্য সভাপতি অশোক রুদ্রের নির্দেশে এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরন , গনতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এক প্রতিবাদ বিক্ষোভ কর্রসূচি পালন করা হয় মালদার অতুল মার্কেটে । শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের জনবিরোধী নীতি ও নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি-‌র মালদা শাখা। শনিবার বিক্ষোভ মিছিল বের হয়। ‘‌মোদি হঠাও, দেশ বাঁচাও’‌ স্লোগান তুলে এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পরে মোদি-‌বিরোধী বিক্ষোভ সভায় সংগঠের নেতারা ক্ষোভ উগরে দেন। সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের নির্দেশে এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় এদিন জেলায় জেলায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মালদা শাখার সভাপতি আইনুল হক জানান,‘‌শিক্ষা ক্ষেত্রে যেভাবে গৈরিকীকরণ করা হচ্ছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। শিক্ষাঙ্গণে নৈরাজ্য এ রাজ্য অন্তত আমরা মেনে নেব না। এ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আর্থিক অনুদান থেকে বঞ্চিত রাখা হচ্ছে। কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন অন্যান্য বক্তারাও । আইনুল হক, জয়ন্ত বোস, আবদুস সেলিম, অশোক দাস, সুনন্দ মজুমদার, প্রদীপ্ত মিশ্র প্রমুখ এছাড়া ও এদিন জেলার বিভিন্ন চক্রের সংগঠনের নেতারা প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভায় অংশগ্রহণ করেন ।