দিল্লির রাজপথে বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো বাতিলের প্রতিবাদে শোভাযাত্রা বাংলা পক্ষর

নতুন গতি প্রতিবেদক : আজ ২৬ শে জানুয়ারী ভারতীয় যুক্তরাষ্ট্রের সাধারণতন্ত্র দিবসে বাংলা পক্ষর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তীর নেতৃত্বে বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো শোভাযাত্রা হল। ট্যাবলো শোভাযাত্রা শুরু হল টালিগঞ্জের নেতাজী নগরে বীর সুভাষের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে বেরিয়ে, নাকতলা, বাঁশদ্রোণী,গড়িয়া হয়ে, কামালগাজী, নরেন্দ্রপুর ছুঁয়ে শোভাযাত্রা শেষ হল সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক ভিটা কোদালিয়ায়।

    শোভাযাত্রায় উপস্থিত ছিল বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, সোয়েব আমিন এবং জেলা নেতৃত্ব কুষ্ণাভ মন্ডল, অভিজিৎ কুন্ডু, অরুন সেন সহ অন্যান্যরা। ট্যাবলো মিছিলে বাঙালির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে বাংলা পক্ষ। ভারতে কেন বারবার বঞ্চিত হবে ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরানো বাঙালি জাতি?কেন বারবার অপমানিত বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা? বাঙালি বিপ্লবীদের প্রাপ্য সম্মান চাই। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বাংলা পক্ষর দাবি-

    ১. ভারতীয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই।

    ২. সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।