|
---|
নাজিবুল্লাহ রহমানি, বাদুড়িয়া: জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, অসমের জাতীয় নাগরিকপঞ্জী তালিকা থেকে শুরুতে বাদ পড়েছিল ৪০ লক্ষ, এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল সংখ্যাটা কমে হয়েছে ১৯ লক্ষ। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সিপিএম, কংগ্রেস,তৃণমূল কংগ্রেস একযোগে বিজেপি বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে।
ইতিমধ্যেই আসামে প্রকাশিত নাগরিকপঞ্জি বিরোধিতায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এন আর সির নামে বাঙ্গালীদের কে তাড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তিনি দাবি করেন,রাজ্যজুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস, দলের এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়, রবিবার বাদুড়িয়া ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে যদুরহাটি হসপিটাল মোড় থেকে যদুরহাটি বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় হাজার হাজার সাধারণ মানুষ।মিছিলে পা মেলান বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন,জেলাপরিষদের সদস্য মোমতাজ বেগম,তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আসিক বিল্লা,সুভাষ সাহা,সাহনোয়াজ সরদার,হাফিজুল সাহাজি, সিদ্ধার্থ ভট্টাচার্য, সহ অনান্যরা।