তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অপছন্দের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে

শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অপছন্দের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে। শুক্রবার সকালে তৃণমূলের একাংশের এমনই বিক্ষোভ প্রত্যক্ষ করল শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিষ কলোনীতে। বিক্ষোভকারীদের বক্তব্য আসন্ন পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রতুল চক্রবর্তীকে সরিয়ে এলাকার এক তৃণমূল নেতা বিকাশ সরকারকে প্রার্থী করা হবে। যদি প্রার্থী পদ পরিবর্তণ না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন বলেও হুমকি দিয়েছেন। তৃণমূলের রাজ্য সম্পাদক প্রবীন নেতা প্রতুল চক্রবর্তীর বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভের ঘটনায় অস্বস্থিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। “আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুর নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকাতার কালিঘাট থেকে  শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা ঘোষনা করেছে তৃণমূল কংগ্রেস। আর এই তালিকা প্রকাশ হতেই শুক্রবার প্রার্থীপদ পরিবর্তনের দাবীতে বিক্ষোভে সামিল হলেন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এদিন সকালে ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিষ কলোনীতে তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক প্রতুল চক্রবর্তীর প্রার্থী পদ বাতিলের দাবীতে সোচ্চার হন এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবী গতবারের পরাজিত প্রার্থী প্রতুল চক্রবর্তীকে সরিয়ে সেই জায়গায় এলাকারই তৃণমূল”নেতা বিকাশ সরকারকে প্রার্থী করতে হবে। এই দাবীতে এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিক্ষুব্ধরা। তাদের বক্তব্য গত পুর নির্বাচনে ২৬ ভোটে হেরে যাওয়া প্রবীন তৃণমূল নেতা প্রতুল চক্রবর্তীকে তারা মানবেন না প্রার্থী হিসেবে। সেই জায়গায় এলাকার উন্নয়নের স্বার্থে দাঁড় করাতে হবে যুব নেতা বিকাশ সরকারকে। যদি প্রার্থী পদ পরিবর্তণ না হয়, তাহলে ভোট বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন। এলাকাবাসী শুক্লা সরকার বলেন, প্রতুল চক্রবর্তীকে একবার প্রার্থী করা হয়েছিল। কিন্তু তিনি হেরে গিয়েছেন। তার ৮২ বছর বয়স। এর আগে করোনার সময় তাকে দেখা যায়নি৷ অথচ বিকাশ সরকার ওয়ার্ডের জন্য খেটে গিয়েছেন। যদি বিকাশ সরকারকে টিকিট না দেওয়া হলো তবে আমরা ভোট বয়কট করব।” আরে এলাকাবাসী শ্যামলী দাস বলেন, “প্রতুল চক্রবর্তীর বয়স হয়েছে। তিনি আর আগের মতো ছুটোছুটি কর‍তে পারবেন না। অথচ তার জায়গায় যোগ্য ও ওয়ার্ডের মানুষের জন্য সেবা করে আসা বিকাশ সরকারকে টিকিট দেওয়া হলো না। আমরা চাই প্রার্থী পরিবর্তন করুক মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে বিকাশ সরকারকে আমরা আবেদন করব নির্দল হিসেবে দাঁড়াতে।”এই প্রসঙ্গে বিকাশ সরকার বলেন, তাকে তাঁর ওয়ার্ডের গরীব মানুষেরা ভাল বাসেন। তারা চেয়েছিলেন আমাকে প্রার্থী
“হিসেবে দেখতে। সেই আবেগ থেকেই আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন। তবে তিনি দলের একজন সৈনিক। দল যাকে মনে করেছে তাকেই প্রার্থী করেছে। তাই যিনি প্রার্থী হয়েছেন, তার হয়েই লড়াই করবেন।

    তৃণমূলের রাজ্য সম্পাদক প্রবীন নেতা প্রতুল চক্রবর্তীর প্রার্থীপদ পরিবর্তণ নিয়ে তৃণমূলের একাংশের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। অস্বস্থিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের প্রাবীন নেতা প্রতুল চক্রবর্তীর সাথে বিবাদে জড়িয়েছে যুব নেতা বিকাশ সরকার। ওয়ার্ডের বিভিন্ন দলীয় বৈঠকে দুজনের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে। তা ছাড়া করোনা টিকাকরন নিয়ে স্থানীয় বিধায়ক শংকর ঘোষকে “শো-কজ করা হয়েছিল দলের পক্ষ থেকে। সব কিছু বিচার বিবেচনা করেই বিকাশ সরকারকে ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী না করে স্বচ্ছভাবমূর্তীর প্রতুল চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব।