|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রেন্ডিং এ আছে উত্তর প্রদেশের ডাক্তার কাফিল খান। কিছুদিন আগে এন আর সি -র বিরুদ্ধে কথা বলার কারনে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ সরকার, আগামী ১৫ই জুলাই হাইকোর্টে ডাঃ কাফিল খানের মামলার রায় শুনানি হবে তাই ঐদিনে তার নিঃশর্ত মুক্তির দাবি ওঠে গোটা ফেসবুক,টুইটার নানা রকম সমাজ মাধ্যমে। এছাড়াও সোশাল মিডিয়া থেকে বের হয়ে পথেও নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সদস্যরা। তাদের মধ্যেই একটি অরাজনৈতিক সংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের জগৎবল্লভপুর শাখার উদ্যোগে মুন্সিরহাট চাঁদনী মোড় এ একটি জন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডঃ কাফিল খানের অনুগত রা তার মুক্তির দাবি তোলে নানা পোষ্টার, ব্যানার ও শ্লোগানের মাধ্যমে। ঐদিন উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি আব্দুর রহিম, জানে আলম ও এলাকার যুব প্রতিনিধি মেহরাজ মল্লিক, মোক্তারেরা।