|
---|
শিলিগুড়ি: জমি মাফিয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি সিপিআইএম নেতা জীবেশ সরকারের নাম যুক্ত করার প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা সিপিআইএম । উল্লেখ্য গত ১ তারিখ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় ৮ জনের নামে জমি মাফিয়ার অভিযোগ তোলে এক ব্যাক্তি । ওই ৮ জনের মধ্যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা দার্জিলিং জেলা বাম আহ্বয়াক জীবেশ সরকারের নামও রয়েছে । সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক।
এই অভিযোগের প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা সিপিআইএম। এদিন অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এক ধিক্কার মিছিল বার করা হয়। মিছিলটি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে হিলকার্ড রোড শুরু হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।এদিন মিছিলে বামফ্রন্টের আহবায়ক সমন পাঠক জানান মিথ্যা অভিযোগ করে জীবেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাই আমরা দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি।সরকার আসল দোষীদের না ধরে নির্দেষীদের দোষী তৈরী করছে।