|
---|
নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ: এবার মুর্শিদাবাদ জেলার ডোম কল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সদের অবস্থান বিক্ষোভ করতে দেখা গেলো।
তাদের অবস্থান বিক্ষোভ করার কারণ হিসেবে জানান যে একই যোগ্যতায় চাকরি করার পরে বেতন বৈষম্য কেনো।সকলকে ডিপ্লোমা ১২ স্কেলের বেতন দেওয়া হলে আমাদের কে ডিপ্লোমা ৯ স্কেলের বেতন দেওয়া হয়, এই বিষয়ে গত আগস্ট মাসে কলকাতায় অবস্থান বিক্ষোভ দেখলে সরকার পক্ষ আশ্বাস দেন যে সব ঠিক করে দিবেন।
কিন্তু সেটা না করে সরকার পক্ষ বিক্ষোভ কারীদের একদিন নোটিশে বদলির নির্দেশ জারি করেছেন। তাই আমরা আবার আন্দোলনের পথে নেমেছি, যতক্ষণ বদলির নির্দেশ প্রত্যাহার ও সমকাজ সম বেতন না হচ্ছে তখন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান এক নার্স।
যদিও হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালু রেখেই এই অবস্থান বিক্ষোভ বলেও জানান।