|
---|
শিলিগুড়ি: আগামী একুশ তারিখ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে টোটো।বড় বড় রাস্তায় নিষিদ্ধ হয়ে যাচ্ছে টোটো।তাই আজ এই সিদ্ধান্ত ফিরিয়ে নেবার জন্য টোটো চালকেরা বিক্ষোভ জানায় মেয়র গৌতম দেবের বাড়ির সামনে।তারা মেয়রের বাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান।তাদের দাবী মেয়রকে অবিলম্বে এই নিয়ম প্রত্যাহার করে নিতে হবে।কারন এই নিয়ম শুরু হয়ে গেলে টোটো চালকদের না খেয়ে মরতে হবে।
বিক্ষোভ এবং অবরোধের কারনে উত্তেজনা ছড়িয়ে যায় মেয়রের বাড়ির সামনে।পরে পুলিশ এসে আটজনকে গ্রেপ্তার করে।এদিকে টোটো চালকদের তার বাড়ির সামনে করা বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি মেয়র প্রথমে।পরে তিনি জানান সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টোটোচালকদের কথাও মাথায় আছে আমাদের। আমরা চেষ্টা করবো তাদের এবং তাদের পরিবারের যাতে কোন ক্ষতি না হয়।কি ন্তুু এইভাবে ঝামেলা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব,বলে জানান মেয়র।