রাজ্যের গরীব মানুষদের একশো দিনের টাকা আটকে দেওয়ার জন্য কেন্দ্রের বিরুদ্ধে বড়ো আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, বর্ধমান: একশো দিনের কাজের টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে, এদিন দুর্গাপুর থেকে, মোদি সরকারকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিলেন প্রতিবাদ মিছিল ও আন্দোলনের।

    তিনি বললেন “ডিসেম্বর থেকে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে না। অথচ এটা আমাদের প্রাপ্য। কেন্দ্র নোংরা রাজনৈতিক খেলা খেলতে গিয়ে পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না। এই গরিব মানুষগুলো দিন আনে দিন খায়। তারা কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না। আমি তৃণমূলের সবাইকে বলব, একসাথে মিলে ৫ ও ৬ জুন রাজ্যের প্রতিটি বুথে, ব্লকে মিছিল করতে। এ ভাবে মানুষের পাওনা আটকে রাখা যাবে না।”

    তিনি আরো জানান “এই টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। সেখান থেকে আমাদের যেটা প্রাপ্য, সেটা আমরা পাই না। এটা নয় যে তারা দয়া করছে। আমি মনে করি, ইমিডিয়েট একশো দিনের কাজের টাকা রিলিজ করা উচিত। তা না হলে কিন্তু আমরা কলকাতা থেকে দিল্লি, সর্বত্র আন্দোলন ছড়াব।”