বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত সর্বস্তরের মানুষকে একাধারে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে বলে অভিযোগ করেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের অভিষিক্ত থাকাই একান্ত কাম্য বলে সংগঠনের অভিমত। অন্যথায় রাজনৈতিক হস্তক্ষেপের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীকার‌ই ধ্বংস হবে বলে আশঙ্কা ব্যাক্ত করেন।এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু স্বাধীকার টিকে আছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে তাও শেষ হয়ে যাবে। এই চরম অগণতান্ত্রিক শিক্ষা স্বার্থবিরোধী সিদ্ধান্ত। উক্ত সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে শুক্রবার এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বীরভূম জেলা কমিটির ডাকে জেলার সদর শহর সিউড়ি,রামপুরহাট,বোলপুর,মুরারই প্রভৃতি স্থানে ধিক্কার এবং বিক্ষোভ সভা সংঘটিত হয়।

    মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বত্রই জনগণের বক্তব্য ঘৃণা অসন্তোষ ব্যক্ত হয়েছে বলে সংগঠনের দাবি।এদিন মিছিল, পথ সভার পাশাপাশি প্রতীক হিসেবে সিদ্ধান্তের প্রতিলিপি আগুনে পুড়িয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। রামপুরহাট বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মদন ঘটক, মহিলা নেত্রী আয়েশা খাতুন। অনুরূপ ভাবে সিউড়ি শহরে নেতৃত্বে ছিলেন যুথিকা ধীবর, স্বাথী পাল, বোলপুর শহরে নেতৃত্ব দেন অধ্যাপক বিজয় দলুই, মুরারই এলাকায় ছিলেন সেমিম আক্তার সহ অন্যান্য নেতৃত্ব।