ছাত্রনেতা আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে মিছিল দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সম্প্রতি ছাত্র নেতা আনিস খানের মৃত্যু রহস্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত।আনিস খানের খুনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে প্রতিদিন বিক্ষোভ, প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে।

    অনুরূপ ভাবে রবিবার বীরভূম জেলার দুবরাজপুর শহর সিপিআইএম পার্টির পক্ষে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং স্থানীয় বাজার, থানা মোড় সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছাত্রনেতা আনিস খানের খুনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সরগরম হয়ে ওঠে মিছিল।

    সেই সাথে সিপিআইএম প্রভাবিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর নেত্রী মীনাক্ষী মুখার্জী সহ ছাত্র যুব নেতৃত্বের মুক্তির দাবি তোলা হয় এবং সম্প্রতি পৌরনির্বাচনে ভোট প্রহসনের বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

    এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, এরিয়া কমিটির সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর আলাউদ্দিন খাঁ, সাধন ঘোষ প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকগন।