বন্ধ খাদ্যদপ্তরের নিয়োগ প্রক্রিয়া! টালিগঞ্জে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও দেড় বছর ধরে বন্ধ খাদ্যদপ্তরের নিয়োগ প্রক্রিয়া। এই অভিযোগ নিয়েই শুক্রবার সকালে টালিগঞ্জে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ অত্যাচার চালিয়েছে।

    এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান “খাদ্যদপ্তরে কয়েকটি পদ শূন্য ছিল। সেসব পদে নিয়োগের জন্য পিএসসিকে জানানো হয়েছিল, যোগ্য প্রার্থীদের সেই পদে নিয়োগ করার জন্য। কিন্তু পিএসসি কোনও তালিকা পাঠায়নি, তাই নিয়োগ সম্ভব হয়নি। এতে খাদ্যদপ্তরের কোনও দায় নেই।”