|
---|
কেশপুর: জাওয়াদের প্রভাবে অতি ভারি বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুরের আলু চাষীরা। ঋণের বোঝায় আর ফসল নষ্ট হওয়ায় ইতিমধ্যেই চন্দ্রকোণায় কৃষক আত্মহত্যা করেছে। আর এক কৃষক কীটনাশক খেয়ে হাসপাতালে ভর্তি। জেলার বিভিন্ন স্থানে সমবায় দপ্তরের সামনে কৃষকদের বিক্ষোভ অবস্থান সহ সমূহ কৃষি ঋণ মুকুবের জোরালো দাবির আন্দোলন চলছে।
বকেয়া কৃষিঋণ মকুবের দাবিতে কেশপুরের ধলহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেড ব্যাঙ্কের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা । সোমবার সকালে ধলহারার ওই সমবায় ব্যাঙ্কের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশো কৃষক জমায়েত হয়। সকাল ১০টা নাগাদ অফিস খোলার আগেই প্রবেশপথ আটকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের প্রতিনিধিরা ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান। তাদের দাবি প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। অবিলম্বে কৃষি ঋণ মকুব করতে হবে। সমবায় সমিতির পক্ষ থেকে কৃষকদের এই দাবিকে সমর্থন করা হয়েছে।
একদিকে ব্যাংকে ঋণের বোঝা, অন্য দিকে ঋণ শোধ করতে না পারায় চাষীদের নতুন করে চাষ করার সব পথ বন্ধ। এই মুহূর্তে জরুরি চাষীদের পাশে দাঁড়ানো। ঋণ মকুব সহ নতুন করে চাষ শুরু করতে বীজ, কীটনাশক, সেচ সহ যাবতীয় সুযোগসুবিধা প্রদান করা